বরগুনা প্রতিনিধি : বরগুনায় নিজ বাড়িতে শফিকুল ইসলাম পনু আকন (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত পনু আকন পানি চাইলে তার মুখে প্রস্রাব ও তার বুকের ওপর উঠে উল্লাস করে প্রতিপক্ষরা।
এমন তথ্য দিয়েছেন নিহতের স্ত্রী ছবি আকতার। তিনি বুধবার বিকালে নিজ বাড়িতে এসব কথা বলে চিৎকার করে বিলাপ করছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ঢুকে মেয়ে ও স্ত্রীর সামনেই শফিকুল ইসলাম পনু আকনকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত শফিকুল বরগুনা সদর উপজেলার পাকুরগাছিয়া গ্রামের মৃত মোসলেম আলী আকনের ছেলে। তিনি আয়লা পাতাকাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহতরা হলেন- জাহিদ, সজিব, ছবি, হাসিবুল আকন, মজিবর রহমান। বুধবার বিকালে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়েছে পনু আকনকে।
জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শফিকুল ইসলাম পনু আকনের বসত বাড়িতে প্রবেশ করে পনুকে কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় পনু আকন পানি পানি বলে চিৎকার দিলে মোতাহার মৃধা পনু আকনের মুখে প্রস্রাব করে দেয়। আরও কয়েকজন সন্ত্রাসী নারিকেলের বাটিতে প্রস্রাব করে পনু আকনের মুখে ঢেলে দেয়।
পনু আকনের স্ত্রী ছবি আকতার বাসার সামনে বসে বিলাপ করে বলেন, আহারে আমার ভাই। আমার স্বামী (পনু আকন) যখন পানি চাইছে তখন মুখে প্রস্রাব করে দেয়। আমার স্বামীর রক্তাক্ত লাশ সন্ত্রাসীরা নিয়ে যেতে চেয়েছে। আমি জাপটে ধরে রাখছি। আমি ঘরে উঠাই। ওরা বারবার বাইরে নামায়। এমনিভাবে এক ঘণ্টা তাণ্ডব চালায় মোতাহার, কুদ্দুস ও ঠাণ্ডা গ্রুপ। ওরা আমার স্বামীর লাশ গোপন করতে চাইছিল। আমার ও আমার সন্তানের জন্য নিতে পারেনি। তিনি বলেন, সন্ত্রাসীরা আমার ঘরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। ঘরের ভিতরে স্বর্ণ টাকা-পয়সা এমনকি চারটি গরু নিয়ে গেছে।
পনু আকনের ভাতিজা নাজমুল হুদা মিঠু বলেন, আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২১ সালে ৩ নম্বর ওয়ার্ড পাকুরগাছিয়ায় শফিকুল ও মোতাহার মৃধা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুই মাস আগে মোতাহার মৃধা ও আকাইদ হোসেন ঠাণ্ডা আমার চাচা পনু আকনের হাত-পা ভেঙে দেন। এছাড়া ২০১৮ সালের ২৯ অক্টোবর ওই গ্রুপ পনু আকনকে আয়লা বাজারে দিনের বেলা জনসম্মুখে আমার চাচাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। দুটি ঘটনায় কুদ্দুস খাঁ, মোতাহার মৃধা ও আকাইদ হোসেন ঠাণ্ডাসহ একাধিক আসামি হয়।
২০২১ সালের ২১ জুন নির্বাচনে মোতাহার মৃধা মেম্বার নির্বাচিত হন। পূর্বের ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মোতাহার মৃধা, কুদ্দুস খাঁ ও ঠাণ্ডা বাহিনী অতর্কিত পনুর বাড়িতে হামলা করে। এ সময় পনু আকন তার বসত ঘরে ছিলেন।
বরগুনা থানার ওসি আলী আহম্মদ বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। স্বজনরা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে তারা মামলা করবেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য উভয়পক্ষের ১০ জনকে থানায় আনা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :