বাউফলে সালিশ বৈঠক থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে জখম
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১২ সোমবার, ২০২১, ০৫:৩১ অপরাহ্ণ
আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে মো. আপ্তের খাঁন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১১এপ্রিল) সন্ধ্যায় ৬ টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গুরতর আহত আপ্তের খাঁনকে স্থানীয়রা উদ্ধার করে কালিশুরী স্লোব হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত আপ্তের খাঁন কালিশুরী ইউনিয়নে সিংহের কাঠি গ্রামের মৃত সুজাউদ্দিন খাঁনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়নের আাড়াইনা গ্রামে ফজলু হাজী বাড়িতে সালিশ বৈঠক শেষ করে বাড়ি পথে ছিটকা বাজারের পশ্চিম পাশে আসলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাঁর মটরসাইকেলের গতিরোধ করে দাঁড়ালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্লোব হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনাণুগ ব্যবস্থা নেওয়া হবে।