ভোলায় ৫ কেজি গাঁজা সহ যুবক আটক


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ৪, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ /
ভোলায় ৫ কেজি গাঁজা সহ যুবক আটক

ভোলা প্রতিনিধি : ভোলায় স্কুল ব্যাগে বহন করা ৫ কেজি গাঁজা সহ মো.ইউসুফ (২৫) নামের এক মাদক কারবারি কে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি মো.ইউসুফ চট্টগ্রাম জেলার ভোজপুর থানার আন্দারমানিক গ্রামের বাসিন্দা মো.আব্দুল লতিফের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো.গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগী ব্যারিস্টারের কাচারি হতে ইউসুফ নামের মাদক কারবারিকে আটক করা হয়।

এসময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।