গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামে কালবৈশাখি ঝড়েরর সময় গাছের ডাল পরে গুরুতর আহত হয় শিখা রানী হালদার।
দীর্ঘ ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জানড়ে বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করে তিন সন্তানের জননী শিখা রানী। নিহত শিখা ওই গ্রামের কালাচাঁদ হালদারের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য বজলুর রশিদ জানান, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কালবৈশাখি ঝড়েরর সময় পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসছিলেন শিখা রানী।
এ সময় কালবৈশাখি ঝড়ে একটি রেনট্রি গাছের ডাল পরে মাথায় প্রচন্ড ভাবে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন শিখা রানীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :