বাউফলে দশ বছর বয়সের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার!


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ৪, ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ /
বাউফলে দশ বছর বয়সের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার!

মো.আরিফুল ইসলাম,বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তারের(১০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।০৪,০৫,২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৭নং বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের চৌকিদার বাড়ীর নিজবাসা থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। ফারজানা ওই গ্রামের আবুল হোসেন সিকদারের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ফারজানার ভাই ইমরান বাড়ির পাশে মুগডাল তুলতে যান। সকাল ৯টার দিকে ভাত খাওয়ার জন্য বাসায় ফিরে ফারাজানাকে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করেন।

এ সময় বাসায় অন্য কেউ ছিল না। খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির এসআই বাদল কৃষ্ণ ঘটনাস্থলে পৌঁছে ফারজানার লাশ উদ্ধার করেন।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।