স্টাফ রিপোর্টার, বরিশাল : বিসিসি নির্বাচনে বিজয়ী হলে বরিশালে ব্যবসার পরিবেশ তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করবেন বলে জানিয়েছে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। নগরীর সদর রোডে ইউনিয়ন কার্যালয়ে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আওয়ামী লীগের মেয়র প্রার্থী। মেয়র প্রার্থী খোকন বলেন, দীর্ঘদিন বরিশালের মানুষ সুবিধা ও উন্নয়ন বঞ্চিত ছিলো। সিটি কর্পোরেশন বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে, যেটা নাগরিক সেবার উপযোগী না। নির্বাচিত হলে সবদিক দিয়ে বরিশালকে সমৃদ্ধ করা হবে।
তিনি আরও বলেন, একজন নেতার প্রধান কাজ হচ্ছে দায়িত্ববোধ, যা সবার মধ্যে থাকে না। কিন্তু আমি শহীদ পরিবারের সন্তান হওয়ায় জাতির বীরদের প্রত্যক্ষ করেছি। বাবা সৎ রাজনীতিবিদ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেশের জন্য জীবন দিয়েছেন। বাবা আবদুর রব সেরনিয়াবাত তার জীবন থেকে বিভিন্ন জ্ঞান দান করেছেন। নৈতিক শিক্ষা দিয়েছেন। তাদের জ্ঞান কাজে লাগিয়ে বরিশালকে গড়তে চাই।
এই স্বপ্ন পূরণে নগরীর সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় মেয়র প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হকসহ নেতাকর্মীরা। ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
এমএম আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক খান রফিক, কোষাধ্যক্ষ আলী জসিম, প্রথম আলোর জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বণিক বার্তার এম মিরাজ হোসাইন, বিডিনিউজ২৪-এর সাইদ মেমন, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, যায়যায়দিনের আরিফুর রহমান, ডিবিসির জুয়েল সরকার, কালেরকণ্ঠের এম সুহাদ, বিজয় টিভির আরিফুর রহমান, সমাচারের মনবীর খান, যুগান্তরের অনিকেত মাসুদ, আজকের বার্তার ফিরোজ গাজী প্রমুখ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :