বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ৫, ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ /
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের ৩৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলে শুক্রবার সকালে দুইদিন ব্যাপী এই সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতিজন ও সাংবাদিক এসএম ইকবাল এবং শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে। আরও বক্তৃতা দেন, সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, কাজল ঘোষ, নজরুল ইসলাম চুন্নু, মুকুল দাস, শুভংকর চক্রবর্তী, দেবাশিষ চক্রবর্তী, বাসুদেব ঘোষ, মিন্টু কুমার কর, সুশান্ত ঘোষ, মিজানুর রহমান প্রমুখ।

সম্মেলনে ৩৭টি সংগঠনের প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক কর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন। শনিবার সমাপনী দিনে এই সংগঠনের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হবে।