বাবুগঞ্জ প্রতিনিধি : সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও সংগঠন গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বাবুগঞ্জ উপজেলা শাখার আওতায় সব ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার ৫ মে বাবুগঞ্জ উপজেলা যুবদলের এক বর্ধিত সভায় এই ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রকিবুল হাসান খান রাকিব জানান, শিগগিরই নবীন ও প্রবীনদের সমন্বয়ে এ সব কমিটি গঠন করা হবে। আর এসব কমিটিতে দলের জন্য ত্যাগ স্বীকারকারীদের মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, সব কিছুর ঊর্ধ্বে থেকে বাবুগঞ্জ উপজেলা যুবদলকে নতুন রুপে সাজানোর উদ্যোগ নিয়েছেন তারা। সংগঠন সু-সংগঠিত করার লক্ষ্যে মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মো. এবায়দুল হক এর পরিচালনায় আয়োজিত বর্ধিত সভায় রকিবুল হাসান খান রাকিব, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, রিয়াজ হোসেন, মো.জুয়েল, আসলাম হোসেন খোকন, আরিফুর রহমান রতন তালুকদার, মো. মাইন উদ্দিন মুন্সি, মাহামুদুল হক লিমন, আমিনুল ইসলাম উজ্জল, মাহামুদুল হাসান রোমান, রিয়াজ শরীফ ওয়ালিউল্লাহ পাভেজ খান, আমিনুল ইসলাম মোল্লা,মিল্টন কাজীসহ বাবুগঞ্জ উপজেলা যুদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রায় দেড় যুগ পর চলতি মাসের ১ তারিখে রকিবুল হাসান খান রাকিবকে আহ্বায়ক ও মো. এবায়দুল হক কে সদস্য সচিব করে ৭৪ সদস্যের বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চণ্য ফিরেএসেছে। যুবদলের নতুনআহবায়ক কমিটি ঘোষনারপর থেকে যে কোন সভা সমাবেশে বাবুগঞ্জ উপজেলা যেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রকিবের নেতৃতে বিশাল শো-ডাউনসহ অংশগ্রহন লক্ষা করা গেছে।
এদিকে বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সকল ইউনিট কমিটির দীর্ঘদিন পর ঢেলে সাজানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেরা যুবদলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা বিশ্বাস করেন একটি সার্বজনীন গ্রহনযোগ্য কমিটি উপহার দিবেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :