প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ।

২২ মে সোমবার বিকেল সাড়ে ৫ টায় বরিশাল নগরীর বিবিড় পুকুর পাড় সংলগ্ন বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগ অফিসের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নইমুল ইসলাম লিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:হোসেন চৌধুরী, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, হাসান মাহমুদ বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল করিম শাহিন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।