তৃতীয় বারের মতো করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৩, ২০২৩, ১:২০ অপরাহ্ণ /
তৃতীয় বারের মতো করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল দুপুরের পর থেকে অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরীক্ষা করানো হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

প্রসঙ্গত এনিয়ে তিনবার করোনা পজিটিভ হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি করোনার ভাইরাসের প্রতিরোধে টিকার ৪ ডোজ নিয়েছেন।