দশমিনায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৩, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ /
দশমিনায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

দশমিনায় সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে আব্দুর রব হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রব হাওলাদার কাটাখালী গ্রামের মরহুম আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুর রবের মৃত্যু হয়।

পরে স্বজনরা মৃত আব্দুর রবকে বাড়িতে নিয়ে আসেন। সদর ইউনিয়ন পরিষদ সদস্য মো: অলিউল ইসলাম হাওলাদার বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।