অনলাইন ডেস্ক : তারকাদের নিয়ে মাতামাতি করা নতুন কোনো ঘটনা নয়। তাদের দেখলে ছবি তুলতে যাওয়া, হাত দিয়ে সম্মান জানানো, আলিঙ্গন করা— এটা প্রায় দেখা যায়। কমবেশি সব তারকাকে এ ধরনের মুহূর্তের মুখোমুখি হতে হয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এক অনুরাগীর অনুরোধে তার সঙ্গে ছবি তুলতে গিয়ে সমস্যায় পড়লেন বলিউড অভিনেত্রী আহনা কুমরা।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুরাগীকে তিনি ছবি তোলার অনুমতি দেন। ওই অনুরাগী আহনা কুমরাকে স্পর্শ করে তুলতে যান, আর তাতেই চটে যান অভিনেত্রী।
তৎক্ষণাৎ জানিয়ে দেন, ‘স্পর্শ করবেন না’। ওই অনুরাগী অবশ্য তখনই হাত সরিয়ে দেন। ঘটনার পর বেশ বিরক্তির সঙ্গে ঘটনাস্থল থেকে হেঁটে বের হয়ে যান আহনা।
সেই ঘটনাটি নিয়ে হিন্দুস্তান টাইমসের কাছে মুখ খুলেছেন আহনা। তিনি বলেন, ‘আমি একটি ছবির জন্য রাজি হয়েছিলাম, কিন্তু আমায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বলে দিই, স্পর্শ করতে পারবেন না। বিষয়টি অদ্ভুত ছিল।’
আহনা বলেন, ‘বিশেষত যখন আমি আপনার সঙ্গে সহৃদয়তার সঙ্গে ব্যবহার করছি, তখন এটা হচ্ছে। আমি খুব বিনয়ের সঙ্গেই ছবি তোলার প্রস্তাবে না বলতেই পারতাম। কিন্তু আমি কখনই কারোর সঙ্গে অভদ্র আচরণ করি না।’
অভিনেত্রী আরও বলেন, ‘আসলে সামাজিকমাধ্যমের দৌলতে আমাদের মানুষ রোজই দেখে। আমরা পাবলিক ফিগার। তাই ভাবেন আমরা সহজলভ্য। একটা যে সীমারেখা আছে, সেটা মানুষ প্রায়ই ভুলে যান। ওরা আমাদের চেনেন, কিন্তু আমরা তো চিনি না।’
আহনার কথায়, ‘এ ধরনের অনুষ্ঠানে আমাদের যখন ডাকা হচ্ছে, তখন আমাদের নিরাপত্তার বিষয়টাও মাথায় রাখা উচিত। আমি অবাক যে এটাও সামাজিকমাধ্যমে পোস্ট হয়েছে। এবার থেকে আমি সতর্ক থাকব, এ ধরনের প্রস্তাব এলে বিনয়ের সঙ্গেই তা প্রত্যাখ্যান করব।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :