পাঁচ মিনিটের বৃষ্টিতে অচল হয়ে পড়ে নগরী: তাপস


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৪, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ /
পাঁচ মিনিটের বৃষ্টিতে অচল হয়ে পড়ে নগরী: তাপস

স্টাফ রিপোর্টার, বরিশাল : আর পাঁচ মিনিটের বৃষ্টিতে অচলাবস্তা সৃষ্টি হয়। শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে বছরের পর বছর নগরের বাসিন্দারা কষ্টভোগ করছে। এর সাথে সড়কের দূর্ঘটনা তো রয়েছে। রাস্তাঘাটের কথা আর নাই বললাম।

এইসবের মুল কারন দূর্নীতি ও কমিশন বানিজ্য। নগরবাসী আমার পাশে থাকলে বরিশাল সিটি কর্পোরেশনে কোন সিন্ডিকেট থাকবেনা, কমিশন বানিজ্য ও দূর্নীতি থাকবেনা।

দখলের রাজনীতি বন্ধ করে দেওয়া হবে। ২৪ মে ২০২৩ বুধবার সকালে বৃষ্টির মধ্যে ২৩ নং ওয়ার্ডের সাগরদী বাজার ও শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল রোডে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সংবাদকর্মীদের কাছে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে, আমাদের চোখ সেখানে থাকবে। তারপর আমরা চুড়ান্ত সিদ্ধান্ত নেবো কোন পদ্ধতিতে বরিশালের সর্বস্তরের জনগণকে ভোটাররা ভোট দেবেন।বর্তমান নির্বাচন কমিশনারদের উপর সাধারণ মানুষের আস্থা নেই, সেই কারণে বিএনপিসহ অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করছেন না।

আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, পাঁচ সিটি কর্পোরেশন এর নির্বাচন সরকার ও সিইসির ভূমিকার উপর আমাদের বভিষ্যত পরিকল্পনা করা হবে।ছোট চেয়ার দখলের জন্য বড় চেয়ার থেকে সিটকে পড়বেন না আমরা আশাকরি।

তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড এম এ জলিল, নজরুল ইসলাম হেমায়েত, ফোরকান তালুকদার, হাওলাদার মোঃ জাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।