চরফ্যাশনে অপহৃত মিনারা বেগমের সন্ধান চেয়ে মানববন্ধন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৪, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ /
চরফ্যাশনে অপহৃত মিনারা বেগমের সন্ধান চেয়ে মানববন্ধন

চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাসন উপজেলার চরকলমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনারা বেগমের সন্ধান চেয়ে ও অপহরণকারী জলিল মেম্বারের বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) বেলা ১১টায় চরকলমী ইউনিয়নের বক্তিরহাট বাজারে মানবাধিকার সংস্থা ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।অপহৃত মিনারা বেগম উপজেলার শশীভূষণ থানাধীন চর কলমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ: হাকিমের মেয়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি মিনারার বসতবাড়ি থেকে জলিল মেম্বার অপহৃত মিনারাকে ডেকে নেয়। এরপর থেকে মিনারা নিখোঁজ হয়। এ বিষয়ে মিনারার পরিবার শশীভূষণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করার পর কোনো সন্ধান না পাওয়ায় চর কলমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জলিলসহ পাঁচজনের নাম উল্লেখ করে মিনারার পরিবার ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরণ মামলা করেন। এছাড়া অপহৃত মিনারাকে ফিরে পেতে প্রশাসনের কাছে দাবি জানান এলাকাবাসী।

মিনারার বড় ভাই আবু জাফর বলেন, অপহৃত মিনারার বিয়ে হওয়ার পর স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হয়। তারপর থেকে মিনারা তার পৈত্রিক সম্পত্তিতে বসতঘর নির্মাণ ঘরে বসবাস করে। চর কলমী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আ: জলিল মিনারার ঘরে প্রায় সময় আসা যাওয়া করে। আসা যাওয়ার মাঝে জলিল মেম্বার বিয়ের আশ্বাস দিলে মিনারার সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের ৮ জানুয়ারি মিনারার বসতবাড়ি থেকে জলিল মেম্বার অপহৃত মিনারাকে ডেকে নেয়। এরপর থেকে মিনারা নিখোঁজ হন। এ বিষয়ে মিনারার পরিবার শশীভূষণ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

তিনি আরো বলেন, সাধারণ ডায়েরি করার পর কোনো সন্ধান না পাওয়ায় চর কলমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জলিলসহ পাঁচজনের নাম উল্লেখ করে মিনারার বড় ভাই আবু জাফর ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরণ মামলা করেন। মিনারা নিখোঁজের কয়েকদিন পরে তার ভাই আবু জাফর ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে তোষকের ওপর মিনারা ও আ: জলিল মেম্বারের তিনটি করে ছয়টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, একটি মেমোরি কার্ড ও ৫০০ টাকা রয়েছে। মেমোরি কার্ডটি ফোনে ঢুকিয়ে মিনারা ও আ: জলিলের মধ্যে অবৈধ সম্পর্ক ও বাচ্চা গর্ভপাতের কথোপকথন শুনতে পায় মিনারার পরিবার।

মানবাধিকার সংস্থা চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মো: সামসুদ্দিন হাওলাদার বলেন, এ বিষয়ে আইনি সহায়তার পাওয়ার জন্য ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন চরফ্যাসন শাখা বরাবর একটি লিখিত অভিযোগ করেন মিনারা বড় ভাই আবু জাফর। আমি ওই ঘটনার ফোন রেকর্ড ও সাক্ষীর মাধ্যমে ঘটনার সত্যতা পেয়েছি। মিনারার সন্ধান ও দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।