নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুটি কেন্দ্রের গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫মে) সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণের সময় বিষয়টি দেখে তাদের আটকের নির্দেশ দেন নির্বাচন কমিশনার। একজন নির্বাচন কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাবিত করার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে, নির্বাচনের ১০৩ নম্বর কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে আবু তাহের নামে এক ব্যক্তিকে তিন দিন আটক রাখার আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ১০১ নম্বর কেন্দ্রে আটক করা হয়েছে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে এক ব্যক্তিকে। গাজীপুর সিটি করপোরেশনে মোট ৫৮টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি।
ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৪৯৭টি। মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৯৬ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :