নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (২৪ মে) দুপুরে বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম সোহাগ হাওলাদার। তিনি ওই এলাকার হালিম হাওলাদারের ছেলে। অভিযুক্তের নাম সমির।
আহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, সকালে বাড়ির পাশে একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমার বাবার সঙ্গে চাচাতো ভাই সমির হাওলাদারের কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে সমির লাঠি দিয়ে আমার বাবাকে (হালিম হাওলাদার) পিটিয়ে আহত করে। পরবর্তীতে এ বিষয়ে জানতে চাওয়ায় আমার ছোট ভাই সোহাগ হাওলাদারকে কুপিয়ে আহত করে সমির।
এরপর স্বজন ও স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শাহাদাত হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে সোহাগকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।
তার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে রোগীর। বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে সোহাগ।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় সমির হাওলাদারসহ মোট তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন সোহাগ হাওলাদারের মা রুলিয়া বেগম। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :