কাউখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ /
কাউখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, রাখেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারের চন্দ্র গাছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম জামান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,

কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।এছাড়া আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জিয়াউল হাসান জুয়েল, ছাত্র অভিভাবক সোমা আক্তার। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর।

আলোচনায় বক্তারা সরকারের বিভিন্ন অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১, স্মার্ট বাংলাদেশ, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ এবং নৈতিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা করা হয়।