রাজাপুরে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ /
রাজাপুরে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে নালার পানিতে ডুবে মো. আবিদ হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে। আবিদ হাসান ওই এলাকার মো. জসিম কাজির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল আবিদ। এক পর্যায়ে পাশের নালায় জমে থাকা বৃষ্টির পানিতে যায় আবিদ। আবিদকে উদ্ধার করতে বড় ভাই বাড়িতে গিয়ে তার মা মুক্তা বেগমকে জানায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।