পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে ৯৪৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এলাকাটি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা মো. রাসেল সিকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে তানভীর হাসান ডালিম পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট।
ডালিম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বিজয়ী প্রার্থী রাসেল সিকদার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপির সদস্য।
এ ইউনিয়নে মোট ১৬ হাজার ৮৪৫ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৯৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নাজিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান উপ-নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। সাবেক চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান এ ইউনিয়নে পর পর ৬ বার চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছিলেন।
এ দিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি ও ডিবি পুলিশের টহল অব্যাহত ছিল।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :