হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৬, ২০২৩, ১২:১০ অপরাহ্ণ /
হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল : হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ শুক্রবার (২৬ মে) নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বরিশাল জেলা শাখার আহবায়ক শ্রীমতি লীলা দত্তের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক অনিক গোলদারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বরিশাল জেলা শাখার সদস্য সচিব প্রলয় মন্ডল।

এ সময় আরও আরও বক্তব্য রাখেন,  বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বরিশাল জেলা শাখার যুগ্ম আহবায়ক বিধান রায়, যুব মহাজোটের আহবায়ক সঞ্জিব ঘোষ, যুগ্ম আহবায়ক সুমন শর্মা।

মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ছাত্র মহাজোটের রাজিব সুতার, সৈকত মন্ডল, পলাশ মজুমদার, দ্বীপ মন্ডল, অসিত মন্ডল, আলো রানী প্রমূখ।