পিরোজপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মে ২৬, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ /
পিরোজপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপি।

শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজনে শহরে বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শুরুর আগে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, পুলিশ তাদের নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে।

পরে পুলিশের বাধা উপক্ষো করে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।