বরগুনা প্রতিনিধি : বেতাগীতে ফাইভ স্টার নামে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) রাতে ডিবির একটি টিম এ অভিযান পরিচালনা করে। আটকদের বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
আটকরা হলেন- হোটেল মালিক বাচ্চু আকন (৫২), পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল হাং (৩৫), আল-আমিন ও পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার এক নারী।
বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না বলেন, বাচ্চু এরকম বহু খারাপ কাজ করেছেন। তিনি এ কাজ করে আজ লাখ-লাখ টাকার মালিক। মাদক ও অনৈতিক ব্যবসা করেই আজকে তার আর্থিক উন্নতি হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম খান বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে হোটেলে অভিযান চালাই। অনৈতিক কাজ করার সময় চারজনকে আটক করা হয়। আটকদের বেতাগী থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :