মসজিদে তারাবি নামাজে ইমামসহ ২০ জন অংশ নিতে পারবেন


Barisal Crime Trace -HR প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ /
মসজিদে তারাবি নামাজে ইমামসহ ২০ জন অংশ নিতে পারবেন

নিজস্ব প্রতিবেদকঃ মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নামাজে অংশ নিতে পারবেন না। আজ সোমবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে তারাবি প্রতি ওয়াক্ত নামাজ খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

 

খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন করবে বলে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।