ভোলায় সংসদ সদস্যকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ /
ভোলায় সংসদ সদস্যকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকিদাতা ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে আত্মগোপনে থাকা আলাউদ্দিন সর্দারকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিন সর্দার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিয়া শুক্রবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, এক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন চেয়ারম্যান।

এ ঘটনায় আলাউদ্দিনের নামে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই চেয়ারম্যান আত্মগোপনে ছিলেন। পরে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার কারা হয়।