বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ফেসবুকে দুইটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে সবুজ অর্ন্তবাসে উত্তাপ ছড়াতে দেখা গেছে তাকে। ছবি দুটি প্রকাশ করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন ফারিয়া। যার অর্থ দাড়ায়, ‘প্রচণ্ড গরমে সমস্যা, তবে আমি গ্রীষ্মকালকে বোঝাতে চাইছি’।
ফারিয়ার এই ছবিগুলো প্রকাশের পরেই ভক্তদের নানা রকমের মিশ্র প্রতিক্রিয়ার দেখা মিলেছে। কেউ বলছে, গরমের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে অভিনেত্রীর দুটি ছবি। কেউ আবার অভিনেত্রীর খোলামেলা রূপের জন্য আক্রমণ করেও মন্তব্য করেছে।
যদিও ফারিয়া তাদের কারো মন্তব্যরই জবাব দেননি। বরং তিনি আপাতত দেশের বাইরে নিজের অবসর সময়টাই উপভোগ করে কাটাচ্ছেন।
কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার ‘আবারও বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। এ ছাড়াও কলকাতায় ‘রকস্টার’ নামের আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেখানে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন এই নায়িকা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :