ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মানিক লাল মজুমদার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ভাগ্নে তন্ময়ও (১৪) গুরুতর আহত হয়। নিহত মানিক চন্দ্র শীল লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি লালমোহন হাসপাতালের সামনে হিরো মোটরসাইকেল শোরুমের কর্মচারী ছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে মানিক লাল মজুমদার ভাগ্নে তন্ময়কে নিয়ে তার শ্বশুরবাড়ি তজুমদ্দিন উপজেলা থেকে মোটরসাইকেলযোগে লালমোহনে তার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ভাগ্নেসহ পড়ে যান মানিক। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান।
পরে স্থানীয়রা তার ভাগ্নে তন্ময়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তার মাথা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মানিকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :