ঝালকাঠি প্রতিনিধি : নলছিটি উপজেলার মাটিভাঙ্গা-পাওতা সড়কের নাঙ্গুলি প্রাইমারি স্কুল কালভার্ট সংলগ্ন রাস্তাটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়রা বলছেন, প্রতিদিন হাজারো মানুষ নাঙ্গুলি প্রাইমারি স্কুল কালভার্ট সংলগ্ন রাস্তাটি ব্যবহার করেন। চলাচল করে পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাস্তা ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুই পাশের সংযোগ প্রায় বিচ্ছিন্ন। এক পাশ দিয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও যানবাহন চলাচল অসম্ভব।
স্থানীয়রা জানান, প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা এ রাস্তায় ঘটে। কখনো গাড়ি উল্টে খাদে পড়ে যায়, আবার কখনও মনের ভুলে পথচারী। এ ভাঙন দ্রুত সময়ে সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, মাটিভাঙ্গা-পাওতা সড়কের নাঙ্গুলি প্রাইমারি স্কুল কালভার্ট সংলগ্ন রাস্তাটি দিয়ে নলছিটি ছাড়াও কুলকাঠি, তৌকাঠি, পাওতা, আখড়পাড়া, হাড়িখালী, বৈচন্ডী ও নাংঙ্গুলি এলাকার মানুষ উপজেলা শহর ও জেলা শহরে যাতায়াত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, থানা, হাটবাজার ও ব্যবসায় প্রতিষ্ঠানে পৌঁছাতে সাত গ্রামের মানুষের একমাত্র মাধ্যমও এ সড়ক।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও সরকারি ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত এ সড়কে। গুরুত্বপূর্ণ সড়কটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারী নেই বলে অভিযোগ সবার।
শুক্রবার সকালেও নাঙ্গুলি প্রাইমারি স্কুল কালভার্ট সংলগ্ন রাস্তায় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত হনেকেই। রাস্তা সংস্কারে সাত গ্রামের মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করেছেন। এ বিষয়ে নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙা সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :