তালতলীতে পায়রা নদীতে ডুবে জেলের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ /
তালতলীতে পায়রা নদীতে ডুবে জেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীর পায়রা নদীতে ডুবে মো. জাকির হোসেন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর ২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাকির ওই তালতলী উপজেলার জাকিরতবক এলাকার মেছের সিকদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া এলাকার ছগিরের ট্রলারে মো. জাকির হোসেন জেলের কাজ করেন। শুক্রবার সকালে পায়রা নদীতে মাছ ধরা শেষে মাঝ নদীতে ট্রলারটির নোঙর ফেলতে যান জাকির। এ সময় নোঙরের রশিতে পা আটকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরে নদীতে অনেক খোঁজাখুঁজির ২ ঘণ্টা পর জাকিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, নিহত জাকিরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।