রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ঠিকাদার মো. রাসেলকে কুপিয়ে জখম করা হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় ডুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় ৭ জুলাই শুক্রবার সকালে আহত ঠিকাদার মো. রাসেলের ছোট ভাই মেহেদী হাসান বাদী হয়ে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শফি উদ্দিন তালুকদারের ছেলে শামসুদ্দোহা তালুকদারকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শামসুদ্দোহা তালুকদার বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মো . শাহে আলমের চাচাতো ভাই ও বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদারের বড় ভাই।
মামলা সুত্রে জানা গেছে, ঠিকাদার মো. রাসেলের কাছে আসামী শাসুদ্দোহা তালুকদার বেশ কিছুদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকার জন্য রাসেলের ঠিকাদারী কাজের কাছে গিয়ে তিনি বাধা বিঘœ সৃষ্টি করলে সম্প্রতি চেকের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা দেওয়া হয়। এ টাকা পেয়ে কয়েকদিন নিরব থাকার পরে বাকী ১ লাখ ৮০ হাজার টাকার জন্য রাসেলকে চাপ দিতে থাকেন।
৬ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শামসুদ্দোহা তালূকদার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে সাবেক ব্যাংকার জাহাঙ্গীর হোসেন দুলালের ৩লা ভবনের দ্বিতীয় তলায় ঠিকাদার রাসেলের ভাড়া বাসায় গিয়ে তার কাছে বাকী টাকা দাবি করেন। এসময় টাকা দিতে রাসেল অস্বীকৃতি জানালে দু’জনের মাঝে বাগবিতন্ডার এক পর্যায়ে শামসুদ্দোহা তালুকদার ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ওই দিন রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে শামসুদ্দোহা তালুকদার বলেন. ঠিকাদার রাসেলের সঙ্গে পার্টনার হিসেবে তিনি উপজেলার সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের ঈদগাঁহ সংলগ্ন এক কোটি ৬১ লাখ টাকার একটি ব্রিজ নির্মাণের কাজ করছেন।
কাজের পাওনা টাকা চাইতে গেলে রাসেল তার সঙ্গে খারাপ ব্যবহার করায় রাগ সামলাতে না পেরে তাকে একটি ঘুষি দিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :