নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।
সোসাইটির মহাসচিব ডা.কবির মো. আশরাফ আলম ২৪ জুন বরিশাল রেডক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছেন।
বরিশাল অতিরিক্ত বিভাগীয় (সার্বিক ও জেলা জেলা পরিষদের প্রশাসক) পদাধিকার বলে চেয়ারম্যান, এয়ার কমরোড শাহআলম ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন সেক্রেটারি, এবং এডভোকেট বিলকিস জাহান শিরিন, আলী আজগর ফকির, জুলহাস উদ্দিন মাসুদ, সাব্বির নেওয়াজ সাগর, জসীম উদ্দিন খান, মামুন রেজা খান, এসএম মাকিন আবেদীন, আরিফুর রহমান বাবু সদস্য করে ১১ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
এই এডহক কমিটি ২৪ জুলাই থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
উল্লেখিত এ্যাডহক কমিটি কার্যনির্বাহী কমিটির মেয়াদ সমাপ্তির পূর্বেই (অর্থ্যাৎ ২৩ অক্টোবর ২০২৫ এর পূর্বে) সোসাইটির গঠনতন্ত্রের আর্টিক্যাল ৯ বি(৩) এর বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে, যার মেয়াদ আর্টিক্যাল ৯৮ বি(৪) এর বিধান অনুযায়ী প্রযোজ্য হবে।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.