বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে সিনেমার প্রথম কিস্তি মুক্তির পর এবার দর্শকরা অপেক্ষা করছেন ছবিটির দ্বিতীয় ভাগের জন্য।
ইতোমধ্যেই ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিংয়ের বেশ কিছু অংশ শেষ হয়েছে। আগামী বছরেই পর্দায় দেখা মিলতে পারে সিনেমার শেষ ভাগ।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন-রাশ্মিকা মান্দানার অভিনয় বাদেও আলো কেড়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর ‘উ অন্তভা’ গান। যে গানে কোমর দুলিয়ে ঝড় তুলেছিলেন সামান্থা।
এবার শোনা যাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। যে গানের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতে পারেন তিনি।
‘উ অন্তভা’ গানটি ছিল প্রায় ৩ মিনিটের। যার জন্য প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন সামান্থা। যদিও প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা। শেষমেশ আল্লুর কথায় এই আইটেম নম্বর করতে রাজি হন অভিনেত্রী।
অন্যদিকে, ঊর্বশী ‘আইটেম গার্ল’ বলে বেশ নামডাক রয়েছে বলিউডে। বেশ কিছু হিট গানও রয়েছে তার দখলে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দাবি, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় ৩ মিনিটের আইটেম গানের জন্য ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নেবেন ঊর্বশী।
ঊর্বশী বাদেও এই সিনেমায় আরও দেখা যেতে পারে বলিউড অভিনেতা রণবীর সিংকেও। এখন পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে শুটিং করেছে আল্লু অর্জুন ও সিনেমার শুটিং ইউনিটের টিম। আগামী বছর মে মাস নাগাদ মুক্তি পেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :