ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির বাইসাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিমের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ করে বলেন, এলাকায় বহিরাগত ও সন্ত্রাসীদের এনে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এসব অপচেষ্টাকারীদের প্রতিহত করা হবে। রোববার (৯ জুলাই) দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন কলেমা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বাইসাইকেলকে বিজয়ী করার ঘোষণা দেন।
সভায় বক্তারা বলেন, মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে বিনষ্টকারীদের প্রতিহত করা হবে। ভান্ডারিয়ার শান্তি বিনষ্টকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এলাকার উঠতি বয়সী যুবক-যুবতীদের মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। যার প্রভাবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণার নামে এলাকার নারী ও যুবকদের হাতে কালো টাকা ছড়িয়ে পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করছে।
ক্ষমতাসীন দলের প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে নানান প্রলোভন দিচ্ছেন। তাদের ইশতেহারে পৌর কর মওকুফসহ নানান প্রলোভন দেখানো হচ্ছে। অথচ এলাকার মানুষের ভোগান্তি লাঘবে পৌর কর কমানোসহ ইজারাদারদের জিম্মি দশা থেকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নানান ভূমিকা রেখেছেন যা প্রমাণিত। তাই ভান্ডারিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ঠিকাদারি কাজ নিয়ে অনিয়ম-দুর্নীতিকারীদের ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, বাই সাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কোথাও তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নেই। যারা পৌরসভার টাকা আত্মসাৎ করেছে এবং হিসাব মেলাতে পারেনি তারা দীর্ঘদিন নির্বাচন বন্ধ রাখার পাঁয়তারায় লিপ্ত ছিল। সকল ষড়যন্ত্র উপেক্ষা পৌরসভা নির্বাচন হওয়ায় তারা পাগলের প্রলাপ বকছেন। সবকিছুতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী জেলা-উপজেলা থেকে নারী-পুরুষ ভাড়া করে এনে তাদের লোকবল দেখানো নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। ভান্ডারিয়াকে কোনো মাদক বিক্রেতার হাতে তুলে দেওয়া যাবে না।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা জেপি’র সহসভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, জেপি’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মনির সরদার, জেপি’র ভিটাবাড়িয়া ইউপি সভাপতি রেজা আহম্মেদ দুলাল, কেন্দ্রীয় নেতা মাইনুদ্দিন আহাদ মিয়া, জেপি’র পৌর সভাপতি আহসানুল কিবরিয়া ফরিদ, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশীদ, ভিটাবাড়িয়া ইউপি’র সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মাস্টারসহ আরও অনেকে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :