বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌরসভার কলেজ ব্রাঞ্চ সড়কের দুটি ভবনের মাঝখানের ড্রেন থেকে সাইফুল ইসলাম (স্বপ্ন) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
স্বপনের বাবা প্রকৌশলী শহিদুল ইসলাম কয়েকমাস আগে মারা যান। স্থানীয়রা এবং স্বপনের পারিবারিক সূত্রে জানা যায়, স্বপন একজন মাদকাসক্ত। এ নিয়ে পরিবারেও অশান্তি চলে আসছিলো। শনিবার সকালে হাঁটতে নেমে আর বাসায় ফিরে যায়নি।
সকাল-৮ টার দিকে স্থানীয়রা ড্রেনের উপর পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ বলা যাবে না।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :