অভিনয়ের কারণে দর্শকের চড় খেয়েছিলেন অভিষেক


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ /
অভিনয়ের কারণে দর্শকের চড় খেয়েছিলেন অভিষেক

বিনোদন ডেস্ক : বাবা বলিউড শাহেনশাহ, মাও জাঁদরেল অভিনেত্রী। তাদের একমাত্র পুত্র বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অভিনয়ে খুব বেশি আলোচনায় আসতে পারেননি। আলোচনার চেয়ে বরং সমালোচনার পাল্লাটাই তার ক্ষেত্রে ভারী। এমনকী সিনেমায় অভিনয়ের কারণে এক নারী দর্শকের চড়ও হজম করতে হয়েছিল তাকে।

ভারতীয় একটি বিনোমূলক সংবাদমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে, অতীতের কিছু ঘটনার স্মৃতিচারণা করেন অভিষেক। যেখানে একজন নারী দর্শক তার ২০০২ সালের ছবি ‘শারারাত’ দেখার পরে মুম্বাইয়ের বিখ্যাত গেটি গ্যালাক্সি থিয়েটারের বাইরে তাকে চড় মেরেছিলেন। এরপরই জানান, মুদ্রার অপর পিঠের কথা। এক দশক পর সেই একই থিয়েটারে ‘বোল বচ্চন’ ছবির জন্য দশ হাজার দর্শক অভিনেতাকে অভিবাদন জানিয়েছিল।

ঘটনার বর্ণনায় অভিষেক বলেন, “একজন ভদ্র মহিলা এসে তার সামনে দাঁড়িয়ে হঠাৎ বিরক্তি প্রকাশ করতে শুরু করেন । বলেন, কেন তিনি ‘শারারাত’ ছবিটি পছন্দ করেননি। তিনি আমাকে চড়ও মারেন। বলেছিলেন, আমার অভিনয় এখনই বন্ধ করা উচিত। কারণ, আমি এর প্রভাবে কিছুটা হলেও আমি আমার বাবাকে বিব্রত করছি। তার নাম বদনাম করছি। কিন্তু আমি জন্য ন্যায়বিচারও পেয়েছি। ‘বোল বচ্চন’র সময়, আমি একই থিয়েটারে ফিরে গিয়েছিলাম। আমার মনে আছে সেই দশ হাজার লোককে বাইরে জড়ো হতে দেখে, আমি আমার গাড়ি থেকে নামলাম, একটি ছবি তুলেছিলাম এবং আমি আমার বাবাকে সেটি পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম, এটা আশ্চর্যজনক যে কীভাবে জীবন একটি পূর্ণ বৃত্ত সম্পন্ন করে।”

শিগগির অভিষেককে দেখা যাবে তামিল থ্রিলার ছবি ‘উথ্থা সেরুপ্পু সাইজ ৭’-এর হিন্দি রিমেকে। যা ২০১৯ সালে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল। আর পার্থিবন, যিনি মূল চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। হিন্দি রিমেকও পরিচালনা করছেন তিনি।