পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং তার জামাতা যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করে তারা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: ফাইজুর রশীদ খসরু জমাদ্দার সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা কমিটির সাধারণ সম্পদক ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম ও আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য মো: ফাইজুর রশীদ খসরু জমাদ্দার বলেন, ‘গত ৮ ও ৯ জুলাই আনোয়ার হোসেন মঞ্জু ও তার জামাতা মো: মজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন করেছেন। তারা সংসদ সদস্য হয়ে এক প্রার্থীর প্রচার কাজে নেমেছেন। গাড়ি বহর নিয়ে আনোয়ার হোসেনের চাচাত ভাই জেপি প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের পক্ষে মোটর শোভাযাত্রা করেছেন। পুলিশের প্রটেকশনে গাড়ি বহর নিয়ে প্রচার চালিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘ভাণ্ডারিয়া বাস টার্মিনাল এলাকায় নিক্সন চৌধুরী ছাত্রলীগ নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালি দিয়েছেন।’ খসরু জমাদ্দার বলেন, ‘আমি জেলা রির্টানিং অফিসারকে এ বিষয় লিখিতভাবে জানিয়েছি। তবে এখন পর্যন্ত তিনি কাজ করেননি। আমরা একটি সুষ্ঠ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা চাই। জনগণ যাকে ইচ্ছা ভোট দিবে।’
আগামী ১৭ জুলাই ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো: ফাইজুর রশীদ খসরু জমাদ্দার নৌকা ও জাতীয় পার্টি-জেপি মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিম বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :