ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ


Mahadi Hasan প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ৫:০২ অপরাহ্ণ /
ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকা দাহ করেছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা।

এ সময় তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্যে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সম্প্রতি বুশরা আফরিনকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশ থেকে ছেলে-মেয়ে নিয়ে এসে সিটি কর্পোরেশনে নিয়োগ দেয়, নাম দেয় হিট অফিসার। তো আমরা তো এখন হিটেড হয়ে গেলাম।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তার দলের দৈন্য, দলের নেতাকর্মীদের নিচু মানসিকতা ও নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কীভাবে কথা বলতে হয়, তা শিখতে হবে।

নারী শিক্ষার্থীদের কাছ থেকে ‘কথা বলা’ শিখতে আহ্বান জানিয়ে কর্মসূচিতে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা বলেন, মির্জা ফখরুলকে বলতে চাই, আপনি নিজে একজন বয়স্ক লোক হয়ে নিজের বয়সের একজন মেয়েকে কীভাবে বলতে পারেন আপনি তাকে দেখে হিটেড হয়ে যান।

এ রকম একজন লোক একটা দলের মহাসচিব কীভাবে হয় সেটাই আমাদের প্রশ্ন। কীভাবে কথা বলতে হয় সেটা আপনাকে শিখতে হবে। না পারলে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনি এসে শিখে যান কীভাবে কথা বলতে হয়।

যতদিন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইবেন ততদিন পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই নেত্রী।

কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বিএনপি মহাসচিব নারী জাতিকে সম্মান দিতেই শিখেননি।

তাদের পূর্বসূরীরাও নারীদের সম্মান দিতে পারেননি। তাতের উত্তরসূরীরাও দিতে পারবেন না। তিনি যে বক্তব্য দিয়েছেন তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বিএনপি মহাসচিব বয়সের সাথে তার চিন্তাশক্তিও হারিয়ে ফেলছেন উল্লেখ করে ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, মির্জা ফখরুল একটি মেয়েকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা কেবল কোনো নির্দিষ্ট মেয়েকে নয়, গোটা বাংলাদেশের নারী সমাজকেই অপমান করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।