পটুয়াখালীতে খালে কুমিরের ছানা নিয়ে ধূম্রজাল, ভিডিও ভাইরাল


Mahadi Hasan প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ /
পটুয়াখালীতে খালে কুমিরের ছানা নিয়ে ধূম্রজাল, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় খালে একটি কুমিরের ছানার দেখা মিলেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে আসলেই ওই ছানাটি কুমিরের কিনা এ নিয়ে ধূম্রজালের সৃষ্ট হয়েছে।

উপজেলা সদরের নলখোলা-দশমিনা সংযোগ সেতুর নতুন ব্রিজের নিচের খালে ওই ছানাটির দেখা মেলে। ছানাটি দেখতে হুবহু কুমিরের ছানার মতো।

জানা যায়, শৈশব আহম্মেদ নামে এক যুবক সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা সদরের নলখোলা-দশমিনা সংযোগ সেতু নতুন ব্রিজের নিচে একটি কুমিরের ছানা দেখতে পান।

পরে ওই যুবক ভিডিও ধারণ করে রাত ১০টা ৩১ মিনিটে তার ফেসবুকে আপলোড করে লিখেন- তিনি স্পষ্ট একটি কুমিরের বাচ্চা দেখেছেন এবং খালের তীরবর্তী লোকজনকে সতর্কভাবে চলাচল করতে বলেন।

ভিডিও ফেসবুকে আপলোড দেয়ার পর অনেকেই তা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করেন। এতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

তবে অনেকের দাবি- এটা কুমিরের বাচ্চা নয়। এটা বড় গুঁইসাপ। এ নিয়ে সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তর্কবিতর্ক চলছে।

দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার বলেন, কুমির হলে গভীর পানিতে থাকার কথা। নদী কিংবা খালে থাকার কথা না। তবে যারা জীববৈচিত্র্য নিয়ে কাজ করে তারা বিষয়টি ভালো বলতে পারবেন।