বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ /
বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১০ রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে বরগুনা পৌরসভার ৫ জন ও অন্যান্য ইউনিয়নের ৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হোসাইন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে জেলা ও উপজেলায় বাসিন্দাদের মধ্যে। ফলে এই বিষয়টি আমলে নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বরগুনা পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকায় মাইকিং করে প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছেন পৌরসভার মেয়র অ্যাড. মো. কামরুল আহসান (মহারাজ)।

এ পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ৫৩ জন। এর মধ্যে পুরুষ ২৩ জন ও মহিলা ৩০ জন রোগী। তবে এই হাসপাতালের কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।