কলাপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল


Mahadi Hasan প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ /
কলাপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের একাংশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করে।

নতুন কমিটিতে বিএনপি কর্মী, অছাত্র ও বিবাহিত লোকজনকে স্থান দেওয়ার অভিযোগ তুলে এই মিছিল করা হয়।

মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আসাসুজ্জামান হিরণ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী প্রমুখ।

জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগের পর কমিটি স্থগিতজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগের পর কমিটি স্থগিত

বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থের বিনিময়ে নতুন কমিটি গঠন করেছেন। দল থেকে তাঁদের বহিষ্কারসহ নতুন কমিটি বিলুপ্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, গত সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এক ঘণ্টার ব্যবধানে রাতেই তিনটি কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।