সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা


Mahadi Hasan প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ /
সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী ১ মাস দেশের সব সরকারি হাসপাতালে ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্ণার স্থাপিত হয়েছিল সেগুলোর কার্যক্রম জোরদার করতেও বলা হয়েছে। এছাড়াও হাসপাতালে ডেঙ্গু কর্ণারে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় বলা হয়, সকল হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইড লাইন অনুসরণ করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপডেট ও গাইডলাইন অনুসরণ করতে হবে।

ডেঙ্গু কর্ণারে জনবল নিশ্চিত করতে হবে। ডেঙ্গু সনাক্তকরণ কিট সরবরাহ এবং রোগীর মশারি ব্যবহার নিশ্চিতের কথা বলা হয়েছে। চলমান ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।