কাউখালীতে মাদ্রাসার ছাত্র গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ /
কাউখালীতে মাদ্রাসার ছাত্র গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে এক মাদ্রাসার ছাত্র গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানাগেছে উপজেলার গারতা এহ্ইয়ায়ে উলুমুদ্দীন কাওমী মাদ্রাসা ও এতিম খানার ছাত্র মোঃ ওবায়দুল্লাহ্ হাফিজ (১৪) পানিতে ডুবে মারাযায়।

স্থানীয় সূত্রে জানাগেছে ১২ জুলাই বুধবার দুপুর ১২ টার দিকে আল-ছেতারা জামে মসজিদ ঘাটে সহপাঠিদের সাথে গোসল করতে গেলে, এসময় হঠাৎকরে পানির নিচে তলিয়ে যায়।

সহপাঠিরা তাৎক্ষনিক অনেক খোজাখুজি করে এবং ফায়ারসার্ভিস খবর দিলে তারা এসে খোজাঁখুজি করে না পেয়ে বরিশাল ডুবরি দলকে খবর দেয়। বরিশাল ডুবরি দল এসে ঘন্টাখানেক খোজাঁখুজি করে পানির নিচ থেকে ছাত্রের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কাউখালী ফায়ার ষ্টেশন অফিসার মোঃ মাসুদ জানান আমরা খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি এবং বরিশাল ডুবরি দলকে খবর দেই তারা এসে পানির নিচ থেকে লাশ উদ্ধার করে।