আগৈলঝাড়ায় সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করায় জরিমানা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ /
আগৈলঝাড়ায় সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করায় জরিমানা

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা নামক স্থানে ‘প্রাণি সম্পদ কৃত্রিম প্রজনন কেন্দ্রে’ এর জায়গা দখল করে খোদেজা বেগম নামে এক মহিলা পাকা ভবন নির্মাণ করছিলো। আজবুধবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি দখলে অপরাধে ওই মহিলাকে ১৫ হাজার জরিমানা করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা নামকস্থানে ১৯৬১ সালে ১ একর ৩২ শতাংশ জায়গা উপরে সরকারি ভারে তৈরি করা হয় ‘প্রাণি সম্পদ কৃত্রিম প্রজনন কেন্দ্রে’। বর্তমানে এখারে প্রাণি সম্পদ কৃত্রিম প্রজনন কাজ বন্ধ রয়েছে।

কিন্তু সরকারি ভাবে একটি পরিত্যক্ত দ্বিতল ভবন। স্থানীয় কিছু প্রভাবশালীরা ওই সম্পতি অনেক অংশ দখল করে নিয়েগেছে। ১ একর ৩২ শতাংশ সম্পতির বর্তমানে ৪০ শতাংশে দাড়িয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার সেরাল গ্রামের বখতিয়ার খানের স্ত্রী খোদেজা বেগম কিছুদিন ধরে প্রাণি সম্পদ কৃত্রিম প্রজনন কেন্দ্রের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছিলো।

আজ বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন ভ্রাম্যমান আদালতের বিচারক সরকারি জায়গা দখলে অপরাধে খোদেজা বেগমকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এব্যপারে অবৈধ দখলদার খোদেজা বেগম জানান, আমি ৭ শতাংশ জায়গা স্থানীয় জসিম মোল্লার কাছ থেকে ২৫ বছর আগে ক্রয় করেছি। আমার জায়গার কাগজপত্র রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করার জন্য বলা হলেও তারা তাতে কোন কর্নপাত করেনি। তাই তাদেরকে কাজ করার অপরাধে জরিমানা করা হয়েছে।