ঝালকাঠিতে সংস্কারের দাবিতে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ /
ঝালকাঠিতে সংস্কারের দাবিতে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠি প্রতিনিধি : সড়ক সংস্কারের দাবিতে ঝালকাঠি পৌরসভার একটি সড়কের কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছে স্থানীয়রা। বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় শহরের টাউন মসজিদ সড়কের বাসিন্দারা মানববন্ধন ও কচুগাছ লাগিয়ে এ প্রতিবাদ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী মাহমুদ আলম সৈকত, আনিচুর রহমান, সুমন হাওলাদার, রিফাত হোসেনসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি শহরের সিটিপার্ক থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সংস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে।

সড়কের কোথাও কোথাও কাদায় ভরে গেছে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী ওই সড়ক দিয়ে যাতায়াতের সময় পরে গিয়ে আহত হয়। কিন্ত এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মানববন্ধনকারীরা বলে, আজকে এই সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। ঝালকাঠি পৌরসভার মেয়র মো: লিয়াকত আলী তালুকদার বলেন,

‘পৌরসভার বেশিরভাগ সড়কই সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হয়েছে। যেগুলো বাকি আছে, সেগুলোও দ্রুততম সময়ের মধ্যে করা হবে। আমরা সংশ্লিষ্ট দফতরে প্রজেক্ট জমা দিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।’