পটুয়াখালীতে শের-ই-বাংলা নৌ ঘাঁটির কমিশনিং করবেন প্রধানমন্ত্রী


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ /
পটুয়াখালীতে শের-ই-বাংলা নৌ ঘাঁটির কমিশনিং করবেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত চারটি পেট্রোল ক্রাফট ও চারটি এলসিইউর কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ জুলাই) গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে কমিশনিং করার কথা আছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটির অধিনায়ক কমডোর এম মহব্বত আলীর হাতে কমিশনিং ফরমান তুলে দেবেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করবেন।

একইসঙ্গে নৌবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ডে পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের চারটি যুদ্ধজাহাজ বানৌজা শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ ও শহীদ আখতার উদ্দিন এবং চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইনের কমিশনিং করা হবে। এর মধ্য দিয়ে ঘাঁটি ও জাহাজগুলো নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে।