মনপুরায় দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ২০


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ /
মনপুরায় দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কাজির চরে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যারা হলেন, এএসআই সাগর, কনস্টেবল জাহাঙ্গীর ও সাইফুল ইসলাম। এদের মধ্যে সাগর ও জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজির চরে সরকারি খাস জমি বন্দোবস্ত দখল নিয়ে দীর্ঘদিন ধরে মো. মাইন উদ্দিন ও স্বপন বাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে মাইনউদ্দিনসহ কয়েকজন কৃষক বন্দোবস্ত জমি দখল নিতে এলে স্বপন বাহিনী এতে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ উভয় পক্ষকে শাস্ত করার চেষ্টা করলে স্বপন বাহিনী পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষায় ১২ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের তিন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে জরুরিভাবে ভোলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

অপরজন মনপুরায় চিকিৎসা নিচ্ছেন। পুলিশ আত্মরক্ষায় ফাঁকা গুলি করে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।