নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নীলফামারীর একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে শিশুটির জন্ম হয়। ডোমারে পৌরসভার পূর্ব চিকনমাটি সবুজপাড়ার বাসিন্দা আশিকুর-ফারজানা দম্পতির সন্তান সে।
শহরের ডক্টরস ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শিশুটিকে এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটির পরিবার জানায়, ডোমারের একটি ক্লিনিকে পরীক্ষা করে জানতে পারে গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সন্ধ্যায় ডোমার ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে সিজারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। বাচ্চা জমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। তাই বাচ্চাগুলোর বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :