নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় মাদক পরিবহনের সময় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।
বুধবার (১২ জুলাই) মধ্যরাতে জেলা সদরের বাংলাবাজার থেকে এ মাদক জব্দ করা হয়। আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ থানার রাজারাম গ্রামের ইউনুস (৪৪) ও চট্টগ্রামের ফয়েজ লেক এলাকার বাসিন্দা আসমা (৩১)।
ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজারে অভিযান চালায়।
এ সময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে সেটি আটক করা হয়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২টি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় হটপটের বাটিতে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদক তেঁতুলিয়া নদী দিয়ে নোয়াখালীতে নিয়ে যাচ্ছিল মাদককারবারিরা। আটক দুইজনকে ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :