পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই কোনো পদক্ষেপ


Mahadi Hasan প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ /
পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই কোনো পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশের মতো পিরোজপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে এ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬০ ডেঙ্গু রোগী। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়লেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।

পিরোজপুর সদরসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, ময়লা-আর্বজনার পাশাপাশি সড়কগুলোতে জমে আছে বৃষ্টির পানি।ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে করে বংশ বিস্তারের সুযোগ পাচ্ছে এডিস মশা। এসব সমস্যা দূরে এখনও পর্যন্ত নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।

মঠবাড়িয়া পৌরসভার বাসিন্দা আশিকুর রহমান বলেন, বৃষ্টি এলে আমরা ডেঙ্গু আতঙ্কে থাকি। এ এলাকার ড্রেনগুলো অপরিষ্কার সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। এগুলো যথা সময় পরিষ্কার না করলে, আমাদের খুবই সমস্যায় পড়তে হবে।

পিরোজপুর জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক কোনো কার্যক্রম গ্রহণ করিনি, তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য।

মঠবাড়িয়া পৌরসভার মেয়র সেলিম মাতুব্বর বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো কার্যক্রম নেওয়া হয়নি। তবে সামনে কার্যক্রম নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, জনসচেতনতা ছাড়া এর থেকে মুক্তির উপায় নেই। বর্তমানে এটা মহামারির মতোই বাড়ছে।

এই রোগে সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তবে আক্রান্ত রোগীদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।