স্টাফ রিপোর্টার, বরিশাল : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় সহায়তার অপরাধ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে থাকার এক বছর পর প্রধান আসামি আসলাম চৌধুরী বাবুকে (২২) আটক করেছে র্যাব-৮। আটক ধর্ষক বাবু গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বানারঝর এলাকার লাল মিয়া চৌধুরীর ছেলে।
আজ বৃহস্পতিবার নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান বলেন, ‘গত বছরের ১৩ মে বিকেল ৪টায় ভিকটিম কেনাকাটার জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় যান। সন্ধ্যা সাড়ে ৬টায় আসামি বাবুর সহযোগী জিসান ওই গৃহবধূকে ভয়-ভীতি দেখিয়ে মোটরসাইকেলযোগে কোটালীপাড়ার বানারজোর হতে তালপুকুরিয়া রোডের কালাম মোল্লার ঘেরের মধ্যে নিয়ে যায়। পরে নামধারী তিনজন এবং অজ্ঞাতনামা দুজন আসামিসহ পাঁচজন গৃহবধূকে রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংঘবদ্ধভাবে ধর্ষণ করে লিংক রোড এলাকায় ফেলে রেখে চলে যায়।’
তিনি আরো বলেন, ‘পরে ভিকটিমকে পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। পরদিন ১৪ মে ভোর ৫টায় ক্ষোভে, লজ্জায় ভিকটিম নিজ বাড়ির আমগাছের ডালের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী সুনিল মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর থানায় জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় সহায়তার অপরাধে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পরে প্রধান আসামি বাবুসহ অন্য আসামিরা আত্মগোপনে চলে যায়।’
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বরিশাল র্যাব-৮ ও মাদারীপুর ক্যাম্পের একটি দল বুধবার (১২ জুলাই) রাত ১০টায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বাবুকে আটক করে।
অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়া মামলার অন্য আসামিরা পুলিশের হাতে বিভিন্ন সময়ে আটক হয়েছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :