নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরে এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে বরিশালের যুবক প্রেমিক আকাশ সরদার (২১) আটক হয়েছেন।
বরিশাল নগরীর মুন্সিগ্রেজ এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে আটক করে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
শুক্রবার (১৪ জুলাই) গাজীপুর সদর থানায় অভিযুক্ত আকাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
বরিশাল টেকনোক্রেটস পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম পর্বের শিক্ষার্থী আকাশ। তিনি নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা।
মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, আকাশ গাজীপুরের এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই ধাপে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন হাজার টাকা নেন। পরে আবারও টাকা চেয়ে ব্যর্থ হয় আকাশ।
এতে ক্ষিপ্ত হয়ে আপত্তিকর ভিডিও ওই যুবতীর ভাই ও বান্ধবীদের মেসেঞ্জারে সেন্ট করেন। এই ঘটনার পর ভূক্তভোগী যুবতী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানায়। এরপরই বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :